recently added items
x- You have no items in your shopping cart
- Continue Shopping
১। আমরা প্রতিটি গরুর – কিছু ছবি, একটি ছোট্ট ভিডিও এবং গরুর সে সময়কার লাইভ ওয়েট (live weight) (০১ এবং ০২ জুনের মধ্যে নেয়া) দিয়েছি। প্রতিটি গরুর জন্যই আছে স্বতন্ত্র আই ডি নম্বর।
২। লাইভ ওয়েইট হচ্ছে একটা গরুকে জীবিত ওজন মেশিনে উঠিয়ে দিলে যে ভর বা ওজন পাওয়া যায়। সাধারণত একটি জীবিত গরুর ওজনের ৫০% হচ্ছে রক্ত, হাঁটু থেকে পা, মাথা, চামড়া, এবং ভুড়ি। অর্থাৎ বাকি ৫০% হাড় মিশ্রিত মাংস এবং অন্যান্য অংগ – কলিজা, ফুসফুস, কিডনি ইত্যাদি হিসেবে পাওয়া যায়।
গরুভেদে এই অনুপাতে ৫-১০% পর্যন্ত কম-বেশি হতে পারে। জুনের শুরুর দিকে সংগ্রহ করা জীবিত গরুর ওজন গ্রাহকদের সাথে দেয়া হবে। আমরা আশা করছি পরের চারটি সপ্তাহে আরও খাওয়া দাওয়া এবং উন্নত পতিপালনের কারণে গরুর ওজন কিছুটা হয়তো বাড়বে ইন শা আল্লাহ।
৩।আমাদের ওয়েব সাইট এ গরু বিক্রি চলবে স্টক শেষ হবার আগ পর্যন্ত। ওয়েবসাইটে দেওয়া গরু থেকে ছবি, ভিডিও এবং লাইভ ওয়েইট সহ অন্যান্য তথ্য ভালোভাবে দেখে একটি গরু পছন্দ করতে হবে। কেউ যদি একের অধিক গরু না কেনেন সেক্ষেত্রে ওয়েবসাইটে একাধিক গরু বুকিং দেওয়া যাবে না।
৪। গরু পছন্দের পরে ওয়েবসাইটে চেক-আউট করলে গরুটি ২৪ ঘন্টার জন্য উক্ত ক্রেতার জন্য নির্দিষ্ট করা থাকবে। বুকিং দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে গরুর দামের ৫০% (অর্ধেক) পেমেন্ট করলে গরুটি ওই ক্রেতা কিনেছেন হিসেবে ধরা হবে। পেমেন্ট করা না হলে বুকিং বাতিল হয়ে যাবে এবং পুনরায় গরুটি আবারও ওয়েব সাইটে ‘স্টক ইন’ হয়ে যাবে এবং অন্যান্য ক্রেতারা সেটা কিনতে পারবেন। গরুর বাকি অর্ধেক দাম অবশ্যই ২০ জুন, ২০২৩ এর আগে পরিশোধ করতে হবে।
৫। দাম পরিশোধ করা যাবে ব্যাংক ট্রান্সফার/ নগদ টাকা / চেক এর মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে গরুর দাম পরিশোধ করলে অনলাইন ট্রান্সফার এর কপি অথবা মানি রিসিপ্ট এর স্ক্যান কপি [email protected] – ইমেইলে অথবা যথাযথ মাধ্যমে পাঠাতে হবে।
৬। ওয়েবসাইটে দেওয়া গরুর দামের ভেতর পিক আপ ডেলিভারি চার্জ অন্তর্ভূক্ত রয়েছে। এর জন্য অতিরিক্ত কোন খরচ গ্রাহকের কাছ থেকে নেয়া হবে না। গরু ক্রেতাদের বাসায় পৌঁছে যাবে জুন ২৭ এবং ২৮ তারিখের মধ্যে, যদি ঈদ – ঊল – আদহা ২৯ জুন হয়। ক্রেতাদের সুবিধার্থে এবার আমরা ঈদের আগের দিন এবং তার আগের দিনে সমস্ত গরু ডেলিভারি দেব ইনশা আল্লাহ। এক্ষেত্রেও আমরা সম্মানিত গ্রাহকের চাহিদা এবং ক্রমানুসার কেই প্রাধান্য দেব।
৭। অনুগ্রহ করে কেনার পূর্বেই সকল তথ্য ও নিয়মাবলী জেনে, বুঝে পছন্দ করে নিন। আল্লাহর নামে কুরবানী করার জন্য যে পশুটি কেনা হয়েছে তার উপর সন্তুষ্ট থাকা দরকার। বিক্রিত গরু সরোবর আর ফেরত নেবে না।
৮। এ বছর সরোবর কোনো ধরণের ‘কসাই’ সার্ভিস দিচ্ছে না।